বিধানসভার বাদল অধিবেশনের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন আইন মন্ত্রী মলয় ঘটক। ইতিমধ্যে বিধানসভা থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে বেলভিউ হাসপাতালে। জানা গিয়েছে, বিধানসভার প্রথমার্ধের পর নিজের ঘরেই কাজ করছিলেন তিনি। আচমকা অসুস্থতা বোধ করেন। দেখা যায়, ‘প্রেসার ফল’ করে গিয়েছে। এরপরই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
৬৮ বছর বয়স মলয়বাবুর। সূত্রের খবর, তাঁর বেশ কিছু শারীরিক অসুস্থতা রয়েছে। নিয়মিত ওষুধও খান। তবে এদিন দুপুরে বিধানসভার প্রথমার্ধের পর আচমকা নিজের কক্ষে অসুস্থ হয়ে পড়েন তিনি।
আইনমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে দ্রুত তাঁর রুমে পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়কেরা। হুইল চেয়ারে করে তাকে গাড়িতে তোলা হয়। এই মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বেলভিউ হাসপাতালে।
এই মুহুর্তে আইনমন্ত্রীর সঙ্গে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্য মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক। খবর দেওয়া হয়েছে মন্ত্রীর বাড়িতেও। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রক্তচাপজনিত সমস্যার জেরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মলয় ঘটক।
Be the first to comment