মালয়েশিয়ায় কাজে গিয়ে কার্যত বিক্রি বাংলার বত্রিশ যুবক। তাঁদের পাসপোর্ট কেড়ে ক্রীতদাসের মতো ব্যবহারের অভিযোগ। গত দশই সেপ্টেম্বর থেকে তিন দফায় শ্রমিকরা যান মালয়েশিয়ায়। একবেলা খাবারও জুটছে না তাঁদের। অসুস্থ হয়ে পড়লেও হচ্ছে না চিকিৎসা। গত দু’মাস ধরে তাঁরা কার্যত বন্দিদশায়। শ্রমিকদের অভিযোগ, বাড়ি ফেরার চেষ্টা করলেও ছাড়া হচ্ছে না।
উলটে শুনতে হচ্ছে মৃত্যু হলেই দেহ ফিরবে বাড়িতে। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের এক এজেন্ট ট্যুরিস্ট ভিসায় শ্রমিকদের পাঠান মালয়েশিয়ায়। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি আটকে পড়ে ফেরানোর উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মালয়েশিয়া দূতাবাসে চিঠি দিয়েছে ট্রাফিকিং কমিটি। সম্প্রতি মোটা মাইনের টোপে ইরানে গিয়ে আটকে পড়েন বাংলার বারোজন শ্রমিক। মাস তিনেক পর তাঁরা ঘরে ফেরেন।
বিদেশে ‘বিক্রি’ ৩২ বাঙালি ৷ মালয়েশিয়ায় আটকে ৩২ শ্রমিক ৷ ২ মাস কার্যত বন্দি শ্রমিকরা ৷ ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যান তাঁরা গোপালনগরের এক এজেন্ট পাঠান মালয়েশিয়ায় ৷ পাসপোর্ট আটকে রাখার অভিযোগ ৷ বন্দি শ্রমিকদের একবেলা খাবারও জুটছে না বন্দি শ্রমিকরা অসুস্থ, মিলছে না চিকিৎসা ৷ ‘জীবিত নয়, ফিরতে হবে মৃত’ ৷ হুমকি দিচ্ছে মালয়েশিয়ার সংস্থা ৷ শ্রমিকদের ফেরানোর উদ্যোগ উদ্যোগ ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির ৷ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি কমিটির ৷ চিঠি মালয়েশিয়া দূতাবাসে ৷
Be the first to comment