পুজোর আগেই অস্ত্র কারখানার হদিস মিলল মালদায়। প্রচুর আগ্নেয়ান্ত্র-সহ উদ্ধার হল অস্ত্র তৈরির সরঞ্জামও। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ তামরেজ (২৫) ও সাহাবুদ্দিন (৫০)। দু’জনেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশ যৌথভাবে হানা দেয় শেরসাহি গ্রামে। সেখানেই হদিশ মেলে অস্ত্র কারখানার।
তদন্তকারীদের কথায়, শেরসাহি গ্রামে একটি গ্রিলের কারখানার আড়ালেই চলছিল বেআইনি অস্ত্র তৈরির কাজ। পুলিশ পৌঁছনোর পরই চম্পট দেয় কারখানার মালিক ফরিদ শেখ। ধরা পড়ে দুই কারিগর সাহাবুদ্দিন ও মহম্মদ তামরেজ। জেরায় তারা স্বীকার করেছে, অস্ত্র তৈরির জন্য তাদের মালদায় নিয়ে আসা হয়েছিল।
কারখানা থেকে উদ্ধার হয়েছে ২৪টি ওয়ান শটার। বাজেয়াপ্ত হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত ড্রিল মেশিন-সহ প্রচুর সরঞ্জাম। ১৪ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। হেফাজতে নেওয়ার পর ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য বার হবে বলে জানিয়েছে পুলিশ।
Be the first to comment