ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির বিষয়ে তৎপর হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মালদহ-সহ দুই দিনাজপুরের মানুষের চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতাল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, মালদহের গাজোলে প্রশাসনিক সভার শেষ লগ্নে মুখ্যমন্ত্রী মালদহ ও দুই দিনাজপুরে মানুষের জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেন। এদিন তিনি ঘোষণা করেন, “গাজোলে একটা স্টেট জেনারেল হাসপাতাল হবে। এই হাসপাতাল তৈরির ফলে মালদহ এবং দুই দিনাজপুর জেলার বাসিন্দারা উপকৃত হবেন।“
স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ১৭ হাজার জায়গায় ‘সুস্বাস্থ্যকেন্দ্র’ তৈরি করা হচ্ছে। ১৪টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। ৪৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। পাশাপাশি, দুঃস্থ মানুষদের বিনা পয়সায় ছানি অপারেশনের জন্য চোখের আলো প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।
Be the first to comment