আজ মালদায় প্রশাসনিক বৈঠকে জেলার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প নিয়ে নিজের অসন্তোষের কথাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় আজকের বৈঠকে জেলা পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি । ভর্ৎসনার মুখে পড়েন পুলিশ সুপার অলোক রাজোরিয়াও ৷
এদিন মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্যায় অন্যায়ই ৷ আর এত ভয় পেলে পুলিশে কাজ করতে হবে না- পারলে ছেড়ে দিন, একদম সেফ থাকবেন ৷ পুলিশে কাজ করতে গেলে রাফ অ্যান্ড টাফ হতে হবে ৷ তবে মনুষ্যত্ব ভুললে চলবে না ৷”
এদিন তিনি স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, বৈতরণি প্রকল্প রূপায়ণ করার কথা বলে জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন করেন সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ প্রশাসনের কাজের প্রতিটি স্তরে গতি আনার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন তিনি ৷ প্রতি মাসে রিপোর্টও জমা দিতে বলেন এবং পাশাপাশি রাজ্য সরকারের নতুন প্রকল্পগুলি নিয়ে আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণেরও নির্দেশ দেন তিনি ৷
Be the first to comment