মাসানুর রহমান –
বিদেশে আম রপ্তানিতে এতদিন পর্যন্ত প্রশাসনিক উদ্যোগের অভাব একটা বড় কারণ হয়ে দাড়িয়েছিল এতদিন। তবে এই গত ছয় বছরে সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার মালদার আম মরশুম শুরুর আগেই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ নিচ্ছে জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর৷
সব ঠিকঠাক থাকলে এবার জুন মাস থেকেই ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স–সহ ইউরোপের বেশ কিছু দেশের শপিং মলগুলিতে পাওয়া যাবে মালদার আম৷ মালদার হিমসাগর, ল্যাংড়া, ফজলি আর লক্ষ্মণভোগ বিদেশে রপ্তানি করতে অনেক আগে থেকেই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন৷ আবহাওয়া ঠিক থাকলে এবার জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আমের উৎপাদন ৪০০ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে৷ ফলত আমচাষিরাও যথেষ্ট লাভবান হবেন৷
Be the first to comment