করোনার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে মালদহে, এবার সংক্রমিত বিডিও

Spread the love

সংক্রমণে বেড়ি পরাতে হিমশিম দশা। মালদহে বেড়েই চলেছে করোনার প্রকোপ। নতুন করে মালদহে আরও ২০ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার পুরাতন মালদহের বিডিও করোনা আক্রান্ত হয়েছেন। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ মালদহে বেড়ে চলা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যকর্তাদের।

মালদহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। যা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দফতর। আমজনতার পাশাপাশি পুলিশকর্মী থেকে শুরু করে প্রাশাসনিক আধিকারিকরাও একে একে করোনায় আক্রান্ত হচ্ছেন।

গ্রামীণ মালদহ তো বটেই শহরাঞ্চলেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন ওল্ড মালদহের বিডিও। চার পুলিশকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

নতুন করে জেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে বেশ কয়েকজন মালদহ শহরের বাসিন্দা, বাকিরা কালিয়াচক ও আরও কয়েকটি এলাকার বাসিন্দা। একটানা লকডাউনেও সংক্রমণ কমেনি।

আনলক ১ পর্বে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা হলে এক ধাক্কায় সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছে। এর ওপর রয়েছে পরিযায়ী শ্রমিকদের ফেরার বিষয়টি। সব মিলিয়ে সংক্রমণ বেড়েই চলেছে।

ইতিমধ্যেই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে৷ তবে উল্লেখযোগ্য হারে বেড়েছে সুস্থ হয়ে উঠার হারও৷ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১০ হাজারের বেশি৷

বৃহস্পতিবার,রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, এই পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১০,১৯০ জন৷ যা শতাংশের হিসেবে ৬৫.১২ শতাংশ৷ বুধবার এই সংখ্যাটা ছিল ৬৩.৯৪ শতাংশে৷ এদিকে প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ ৫ হাজারের নিজে নেমে এই মূহূর্তে সংখ্যাটা ৪৮৫২ জন৷ বুধবার এই সংখ্যাটা ছিল ৪৮৮০৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*