আজ মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরির সমর্থনে জনসভায় চাঁচলে আসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এসে তিনি কেন্দ্রের মোদী ও রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষোভ উগরে দিলেন। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ৩০ হাজার কোটি টাকা মোদী অনিল আম্বানিকে দিয়েছেন। চৌকিদার ধনীদের ঘরে থাকে। চৌকিদার থাকে অনিল আম্বানি, নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যর ঘরে। গরিবের ঘরে চৌকিদার থাকে না। বেকার, মজদুর, কৃষকদের ঘরে চৌকিদার থাকে না। তিনি বলেন মোদী সারাদিন মিথ্যা কথা বলেন। ২ কোটি যুবককে চাকরি দিয়ে দেব বলেছিলেন কিন্তু কাউকে দেননি।
রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বাংলায় ক্ষমতায় এলে মালদায় আম প্রক্রিয়াকরণ কারখানা হবে। কৃষকরা কারখানায় আম বিক্রি করে সঠিক দাম পাবে। তিনি আরোও বলেন আমরা ক্ষমতায় এলে সারা দেশে সরকারি কলেজ হবে। এছাড়া বাংলা শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতেই পিছিয়ে পড়েছে। কৃষকদের ঋণ মুকুব করবে আমাদের সরকার। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে হাসপাতালে গেলেই আগে লাখ লাখ টাকা। আমরা ক্ষমতায় এলে সব বদলে যাবে।
ছবি দেখুন –
Be the first to comment