রোজদিন ডেস্ক, কলকাতা :- ভলিবল ট্যুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি ছোড়াকে কেন্দ্র করে শোরগোল মালদার মানিকচকে। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকচকের নুরপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ। এফআইআর দায়ের হয়েছে উদ্যোক্তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে মানিকচকের নুরপুর এলাকার টিপটপ ক্লাবের উদ্যোগে একটি নৈশালোকে ভলিবল ট্যুর্নামেন্টের আয়োজন হয়েছিল। নেতাজির জন্মদিনে সেই অনুষ্ঠানের উদ্বোধন হয় সন্ধ্যায়। ট্যুর্নামেন্টের উদ্বোধনের সময় ৪ জন যুবককে ভলিবল কোর্টের মাঝখানে দাঁড়িয়ে শূন্যে গুলি ছুড়তে দেখা যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। কী ভাবে প্রকাশ্যে বিনা প্ররোচনায় গুলি চালানো যেতে পারে তা নিয়ে প্রশ্ন ওঠে। শোরগোল শুরু হতেই তৎপর হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করেন পুলিশ আধিকারিকরা এর পর উদ্যোক্তাদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। এই ঘটনায় উদ্যোক্তারা মুখে কুলুপ এঁটেছে।
এই ক্লাবের পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র বলেন, ‘ক্লাবের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ছেলেরা আবেগের বশে এটা করে ফেলেছে। তবে ঠিক করেনি। এই ধরণের কর্মসূচির আগে পুলিশ সুপারের অনুমতি নিতে হয়। পুলিশ তার কাজ করেছে। আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে। এফআইআরও দায়ের করেছে।’
Be the first to comment