মালেগাঁওতে মসজিদ বিস্ফোরণের ঘটনায় চার্জশিট গঠন করা হলো, শুনানি ২ নভেম্বর; পড়ুন বিস্তারিত!

Navi Mumbai: Lt Col Shrikant Prasad Purohit, who was granted bail by the Supreme Court on Monday in the 2008 Malegaon blast case, being taken to the Sessions Court from Taloja Jail in Navi Mumbai on Tuesday. PTI Photo (PTI8_22_2017_000142B)
Spread the love
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওতে এক মসজিদের কাছে বিস্ফোরণে নিহত হন ছজন। আহত হন ১০০ জনের বেশি। ওই ঘটনায় মঙ্গলবার মুম্বইয়ে এনআইএ আদালতে লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, সাধ্বী প্রাজ্ঞ সিং ঠাকুর ও আরও পাঁচজনের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও আরও কয়েকটি অভিযোগে চার্জ গঠন করা হল।  এর পরের শুনানি হবে ২ নভেম্বর।
সাতজনের বিরুদ্ধে ইউ এ পি এ-তে মামলা করা হয়েছে। অভিযুক্তরা আবেদন জানিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইন প্রযোজ্য নয়। এন আই এ কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তাঁরা চার্জগঠন পিছিয়ে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছিলেন। বম্বে হাইকোর্ট সেই আবেদনও নাকচ করে দিয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত ও প্রজ্ঞা সিং ঠাকুর বাদে অপর যাঁদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। বিচারপতি এস এস সিন্ধে ও বিচারপতি এ এস গাদকারির বেঞ্চে মামলার শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*