পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু ঘিরে বিক্ষোভ । ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সপ্তমীর রাতে শুভ মেহেনাকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি অত্যাচারেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। মল্লারপুরের বাউরি পাড়ার বাসিন্দা ছিল শুভ। মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, শুভকে আদালতে তোলেনি পুলিশ। থানার মধ্যে রেখেই চলে মারধর। আজ সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয়। তাঁর মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান। মল্লারপুর বায়না মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
শুভর মৃতদেহ মল্লারপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে রাখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। ক্ষোভের আঁচ কমলে রামপুরহাট মেডিকেলে ময়নাতদন্তে পাঠানো হবে মৃতদেহ।
Be the first to comment