বন্ধ করে দেওয়া হল মল্লিক ঘাট ফুটওভার ব্রিজ

Spread the love

বন্ধ করে দেওয়া হলো মল্লিক ঘাট ফুটওভার ব্রিজ। কলকাতা পৌরনিগমের তরফে বুধবার ব্রিজটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পুজোর আগে শতাব্দী প্রাচীন এই ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়েছিলো রাইটস নামে একটি সংস্থাকে। সংস্থার তরফে পৌরনিগমে একটি রিপোর্ট জমা করা হয়। রিপোর্টে ব্রিজটি বিপজ্জনক বলে উল্লেখ রয়েছে। এরপরই পৌরনিগমের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।

বুধবার পৌরনিগমে মেয়র পারিষদ দেবাশিস কুমারকে সামনে রেখে ব্রিজের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা হয়। ঠিক হয় মেয়র ফিরহাদ হাকিম ফিরলেই আগামী সপ্তাহে একটি বৈঠক করা হবে। ব্রিজ নিয়ে পর্যালোচনা করা হবে ৷ এছাড়াও এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ব্রিজের অবস্থা খারাপ তাই বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামী সপ্তাহে বৈঠকে মেয়র এর উপস্থিতিতে ব্রিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত হাওড়া ব্রিজের প্রথম পিলারের পাশ দিয়ে একটি আপদকালীন রাস্তা রয়েছে ফুল বাজারে যাতায়াতের জন্য ৷ সেই আপদকালীন রাস্তা দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করবে। ফুল বাজারে আগুন লাগলে নেভানোর জন্য ওই আপদকালীন রাস্তা তৈরি করা হয়েছিল। এই ব্রিজের নিচ দিয়ে চক্ররেলের লাইন রয়েছে ৷ এই ব্রিজটি রক্ষণাবেক্ষণ কলকাতা পৌরনিগম করলেও ব্রিজটি ভেঙে পুনর্নিমাণ করতে বা মেরামতি করতে হলে রেলের অনুমতির প্রয়োজন রয়েছে ৷ তাই আগামী সপ্তাহে মেয়রের উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর রেলের সঙ্গে আলোচনা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*