কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে মিথ্যা বলার অভিযোগ তুললেন মল্লিকার্জুন খাড়গে

Spread the love

রাফাল বিতর্কে নয়া মোড়। এবার কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে মিথ্যা বলার অভিযোগ তুললেন সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান (প্যাক) মল্লিকার্জুন খাড়গে। সেই সঙ্গে প্যকের সদস্যদের কাছে অ্যাটর্নি জেনারেল এবং ক্যাগ কর্তাকে ডেকে পাঠানোর আবেদন জানান।

খাড়গে সাংবাদিকদের জানান, কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, রাফালের দাম সংক্রান্ত ক্যাগ রিপোর্ট প্যাকের কাছে জমা দেওয়া হয়েছে। যুদ্ধবিমান কেনা নিয়ে স্বচ্ছতা বজায় রাখতেই এটা করা হয়েছিল। প্যাক সেটা পরীক্ষাও করে দেখেছেন। তাহলে কোথায় গেল সেই রিপোর্ট? কে দেখেছে সেই রিপোর্ট? সেজন্য অ্যাটর্নি জেনারেল ও ক্যাগ কর্তাকেও এবার ডাকা হবে।

সিনিয়র এই কংগ্রেস নেতার আরও দাবি, আদালতে মিথ্যা বলার জন্য সরকারের উচিত ক্ষমা চাওয়া। সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে বলেন, আদালত কোনও তদন্তকারী সংস্থা নয়। ঠিক। একমাত্র জয়েন্ট পার্লামেন্টারি কমিটিই পারে সঠিক তদন্ত করতে। তার আগে এজি ও ক্যাগকে এবার ব্যাখ্যা দিতে হবে!

প্রসঙ্গত, শুক্রবারই রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে আদালত নিয়ন্ত্রিত তদন্তের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল এবং কে এম যোশেফের বেঞ্চ জানায়, ব্যক্তিদের অনুমান ও ধারণার ওপর কোর্ট নির্ভর করে না। এতে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। জেট কেনায় কোনও বাণিজ্যিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলা তাঁরা মনে করেন না। আর দরদামের বিষয়টি নিয়ে আদালতের বিচার্য বিষয় নয়। রাফাল চুক্তি নিয়ে আদালতের অধীনে তদন্তের দাবিতে মামলা করেছিলেন চারজন আবেদনকারী। আইনজীবী এম এল শর্মা এবং বিনীত ধান্দা আবেদন করেছেন দুটি। তৃতীয়টি আপ নেতা সঞ্জয় সিংয়ের। চতুর্থ আবেদনটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী, যশবন্ত সিনহা এবং প্রশান্তভূষণ।

আবেদনকারী প্রশান্তভূষণ বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় সম্পূর্ণ ভুল। রাফাল নিয়ে প্রচার থামবে না। তাঁরা রিভিউ পিটিশন দায়ের করবেন। তবে আদালতের রায়ের পরে তেঁড়েফুড়ে নামে বিজেপিও। রাহুল গান্ধিকে ক্ষমা চাওয়ার দাবি জানান অমিত শাহ থেকে শুরু করে অরুণ জেটলি। পাল্টা আক্রমণে জারি রাখেন কংগ্রেস সভাপতিও।

প্যাক চেয়ারম্যান নিজেই জানেন না সেই ক্যাগ রিপোর্ট কোথায়! অথচ সুপ্রিম কোর্টকে সরকার দেখিয়ে দিল সেই রিপোর্ট। এটা কিভাবে সম্ভব? কটাক্ষের সুরে বলেন, হয়তো আসল প্যাক-এর পাশাপাশি আরও একটি প্যাক রয়েছে যাকে কেন্দ্র রিপোর্ট দেখিয়েছে। ‘চৌকিদার চোর হ্যায়’, কংগ্রেস এটা শুধু বলবে না, প্রমাণও করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*