সামনেই কংগ্রেসের সভাপতি নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। শেষ মুহূর্তের প্রচার চালাতে তাই বিভিন্ন রাজ্যে যাচ্ছেন নির্বাচনের প্রার্থী তথা প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। শনিবার তিনি হায়দরাবাদ ও বিজয়ওয়াড়ায় যান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ও দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে। সেখানেই কংগ্রেস সভাপতি নির্বাচনের কথা উল্লেখ করে বড় প্রতিশ্রুতি দিলেন তিনি। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, যদি তিনি কংগ্রেসের জাতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হন, তবে ৫০ বছরের কম বয়সী নেতাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাবনাটিকে পাশ করবেন।
শতাব্দী প্রাচীন কংগ্রেসের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যুব প্রজন্মের নেতৃত্বের দরকার, এই দাবি দীর্ঘদিন ধরেই কংগ্রেসের অন্দরে উঠে আসছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই দাবিকেই হাতিয়ার বানিয়েছেন প্রবীণ নেতা। কোনও যুবনেতারই কংগ্রেসের নেতৃত্ব দেওয়া উচিত, এ কথা বলে মল্লিকার্জুন খাড়গে জানান, যদি তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হন, তবে তিনি জাতীয় কংগ্রেস কমিটি, প্রদেশ কংগ্রেস কমিটি, জেলা ও ব্লক কমিটিতে যুব প্রজন্ম বা ৫০ বছরের কমবয়সী নেতাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাবনার বাস্তবায়ন করবেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে এই প্রস্তাবনা পেশ করেছিলেন মল্লিকার্জুন খাড়গে।
৮০ বছরের মল্লিকার্জুন খাড়গেই কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, যিনি বয়সের ভারে (৭৫) দায়িত্ব থেকে মুক্তি চাইছেন, তাঁর জায়গায় বসবেন কি না, এই প্রশ্ন করতেই প্রবীণ নেতা বলেন, “ইডি, সিবিআই, আয়কর বিভাগের ভয়ে অনেকেই দল ছেড়েছেন। যুব প্রজন্মের জন্য আমি চিন্তন শিবিরের সূত্র ধরেই বলতে চাই যে ৫০ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণ করা হবে।”
বিজেপিকেও কটাক্ষ করে মল্লিকার্জুন খাড়গে বলেন, “কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের কারণে বেকারত্ব যেমন বাড়ছে, তেমনই টাকার দরে পতন হচ্ছে, অত্যাবশ্যকীয় পণ্যগুলির হু হু করে দাম বাড়ছে। আমাদের এই সমস্ত সমস্যার সঙ্গে লড়াই করতে হবে। আমি প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে দাঁড়িয়েছি এই লড়াইকে জারি রাখার জন্য।”
Be the first to comment