তাঁর বিরুদ্ধে প্রায় ৯,০০০ কোটি টাকা তছরুপের অভিযোগ। গতকালই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট; কিন্তু ‘একটি অপরাধের’ জন্য সেই বিজয় মালিয়াকে চোর অভিহিত করা উচিৎ নয়, এমনই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ।
গত ৪০ বছর ধরে সঠিক সময়ে সমস্ত ঋণ মিটিয়ে গিয়েছেন কিন্তু তাঁর একটি ভুলের জন্য তাঁকে রাতারাতি চোর বানিয়ে দেওয়া হয়েছে-এই মানসিকতা ঠিক নয়, এমনই মত গড়করির।
তিনি আরও জানিয়েছেন যে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে উত্থান-পতন থাকবেই , কেউ যখন খারাপ সময়ের মোকাবিলা করেন বা সমস্যায় থাকেন তখন তাঁর পাশে থাকাই উচিৎ । ২৬ বছর বয়সে তিনিও একবার ভোটে হেরে গিয়েছিলেন কিন্তু তাঁর জন্য তার রাজনৈতিক জীবন শেষ হয়নি, বক্তব্য গড়করির।
বিজয় মালিয়া বা নীরব মোদি যদি ইচ্ছাকৃতভাবে আর্থিক কেলেঙ্কারি ঘটিয়ে থাকেন তাহলে তাঁদের উচিৎ শাস্তি দেওয়া হোক কিন্তু একটা ভুলের পরেই কাউকে চোর বা জালিয়াত বললে তা আদতে দেশের অর্থনীতির জন্যই ক্ষতিকারক, মন্তব্য গড়করির ।
Be the first to comment