মাসানুর রহমান,
এখন থেকে সব রকমের আংশিক সময়ের শিক্ষকদের একই নামে ডাকা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার শরৎ সদনে জেলার প্রশাসনিক বৈঠকের একেবারে শেষের দিকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “এখন থেকে পার্ট টাইম, কনট্রাকচুয়াল হোল টাইম, গেস্ট লেকচারার, এদের সবাইকে স্টেট এডেড কলেজ টিচার করা হবে। যাঁদের ইউজিসির চাহিদা মতো যোগ্যতা রয়েছে তাঁদের ১০ বছর কাজ করলে ৩০ হাজার, ১০ বছরের কম কাজ করলে ২৬ হাজার টাকা করে বেতন হবে। যাদের সেই যোগ্যতা নেই তাঁরা ১০ বছর কাজ করলে ২০ হাজার টাকা ও বাকিরা মাসে ১৫ হাজার টাকা করে পাবেন।
এদিন তিনি জানান, স্টেট এডেড কলেজ টিচারদের অবসরের সময়ে গ্র্যাচুয়িটির পরিমাণ বাড়ানো হচ্ছে। এটা এক লাখ টাকা থেকে বেড়ে তিন লাখ টাকা হচ্ছে। এখন প্রতি তিন বছর অন্তর পাঁচ শতাংশ হারে আংশিক সময়ের কলেজ শিক্ষকদের বেতনবৃদ্ধি হয়। এবার সেটা ফি বছর তিন শতাংশ হারে বাড়বে। খুব শীঘ্রই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।
Be the first to comment