দুর্গা পুজোর ছুটিতে কেউ কোথাও বেড়াতে যাবেন না বরং সেই সময় এলাকায় জনসংযোগ আরও বাড়িয়ে তুলুন। দলীয় কর্মী সমর্থকদের এমনই নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, সিবিআই ডাকলে সহযোগিতা করুন। যা ঘটেছে তা পরিষ্কার বলুন। দলীয় কর্মীদের কাছে তাঁর বার্তা, সিবিআই ডাকলে যান। সহযোগিতা করুন। যা ঘটেছে খুলে বলুন। আমি আপনাদের পাশে আছি।
এছাড়াও জনসংযোগ বাড়াতে দলের পাখির চোখ যে এখন দুর্গা পুজো তাও বুঝিয়ে দিযেছেন তৃণমূল নেত্রী। উত্সবের মরসুমকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মমতা। পুজোর ছুটিতে এলাকায় জনসংযোগ বাড়ানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি জানিয়ে দেন, পূজা মণ্ডপের মধ্যে কোনও দলীয় পতাকা, ফেস্টুন থাকবে না। পুজোর প্যান্ডেলে দলীয় ব্যানার রাখা যাবে না।
সোমবার দুপুরে কালীঘাটের বাড়িতে সাংসদ এবং জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে সব সাংসদের কাছে ১০জন তফশিলি জাতি এবং ৫ জন তফশিলি উপজাতির নামের তালিকা চেয়েছেন নেত্রী। তিনি সবার উদ্দেশে বলেন, মাসে ৫টা করে দিন আপনারা আামায় দিন। ওই ৫দিনেই আমি কর্মসূচি ঠিক করে দেব। সবাইকে সব জায়গায় যেতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার মোট ৩৪ জন সাংসদকে মমতা বলে দিয়েছেন, এ বার তাঁদেরও গ্রামে গ্রামে যেতে হবে। কর্মীদের বাড়িতে খেতে হবে। রাতে থাকতেও হবে।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক প্রচার উপদেষ্টা প্রশান্ত কিশোর।
Be the first to comment