বিশেষ প্রতিনিধি,
সকাল সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। বিশেষজ্ঞদের সামনে রেখে শুরু হয় তল্লাশি৷ এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়। এরপর ব্যাগটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। তবে ব্যাগ খুলে স্বস্তির নি:শ্বাস ফেলেন পুলিশ কর্তারা৷
বুধবার সকালে যতীনদাস পার্কে মুখ্যমন্ত্রীর বাড়ির একদম কাছে এই বোমাতঙ্কের ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে ছুটে আসে বম্ব স্কোয়াড৷ তড়িঘড়ি উপস্থিত হন লালবাজারের একাধিক উচ্চপদস্থ কর্তা৷
দেখা যায়, বোমা তো নেই, বরং রয়েছে কিছু সাধারণ জামাকাপড়। এরপরই পুলিস ও বম্ব স্কোয়াডের তরফে এলাকাবাসীকে নিশ্চিন্ত করতে খবর ছড়িয়ে দেওয়া হয়৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায়, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷
এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ কর্তারা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই ট্রলি নিয়ে পার্কের মধ্যে ঘোরাঘুরি করছিল৷ তবে পরে লোকটি ব্যাগ রেখে চম্পট দিলে, বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে৷
Be the first to comment