ভুট্টা উৎপাদনে প্রথম হওয়ায় আবারও কেন্দ্রীয় সরকারের “কৃষি কর্মণ” পুরস্কার পেলো পশ্চিমবঙ্গ। প্রতিবছরই কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এই পুরস্কার দিয়ে থাকে ৷ যার মূল্য দু’কোটি টাকা। এই নিয়ে টানা ৬ বার এই পুরস্কার পেলো রাজ্য। কৃষি মন্ত্রক থেকে নবান্নে এই পুরস্কার প্রাপ্তির সংবাদ বুধবারই পৌঁছে গিয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে, ২ জন কৃষক প্রচুর ভুট্টা উৎপাদন করায় তাঁরা ২ লক্ষ টাকা করে পাবেন।
এদিকে খুশির খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল কৃষকবন্ধুদের উৎসর্গ করেছেন। খবরটি জানা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমি খুশি যে ২০১৭-১৮ আর্থিক বছরে জন্য কৃষি কর্মণ পুরস্কার পাচ্ছে বাংলা। মুখ্যত ভুট্টা উৎপাদনের জন্য এই পুরস্কার পাচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী আরও জানান, এর আগে একটানা পাঁচ বছর এই পুরস্কার পেয়েছে বাংলা।
উল্লেখ্য, কৃষি উৎপাদন বাড়াতে উৎসাহ দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষি কর্মণ পুরস্কার দেয়। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হল, রাজ্যগুলির মধ্যে এ ব্যাপারে সুস্থ পরিবেশ গড়ে তোলা।
Be the first to comment