মহালয়ায় মুক্তি মমতার ‘মাটি’

Spread the love

এবার মু্ক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া সাতটা গানের একটি অ্যালবাম নাম ‘মাটি’। তাঁর লেখা গানে কণ্ঠ মিলিয়েছেন লোপামুদ্রা, রূপঙ্কর, মনোময়, জোজো, শান্তনু ও ইন্দ্রনীল সেনের মতো সঙ্গীত শিল্পীরা।

সম্প্রতি কয়েক বছর ধরে পুজোর থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই গানগুলি সোশাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়ও হয়েছে । এবার তাঁর লেখা সাতটা গানের একটি অ্যালবাম প্রকাশ পাচ্ছে । 28 সেপ্টেম্বর মহালয়ার দিন জাগো বাংলা উৎসব সংখ্যার সঙ্গে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর এই গানের অ্যালবামটি ।

‘মাটি’ অ্যালবামটিতে যে সাতটা গান থাকছে সেগুলি হল-
পাহাড় কাঁদে, সবুজ কাঁদে ৷
আকাশ তুমি বৃষ্টি দিলে ৷
মাগো তোমার ভালোবাসায় ৷
একি, উকি, বুকি, হাম্বা হাম্বা হো ৷
দে দোল দোল দোল ৷
মাটি আমার মায়ের ফসল ৷
ছিল একটা ছোট্টো মেয়ে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*