মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে একযোগে বিজেপি নেতাদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেয়ো রোডের এই অনুষ্ঠানে মমতা বলেন অনেক নেতাই এসে বড়সড় ভাষণ দেন৷ উপদেশ শোনা যায়৷ কিন্তু এ রাজ্যে কারোর উপদেশের দরকার নেই৷
মমতার দাবি সবার উপদেশ দেওয়ার যোগ্যতা থাকে না৷ তাই সেইসব উপদেশ মেনে চলার দরকারও নেই৷ নেতা হিসেবে তাঁদেরই মানা উচিত, যারা নিজেদের ছাপ রেখেছেন জনমানসে৷ মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসুর মত নেতাকে পেয়েছে দেশ৷ গান্ধীর অহিংস চিন্তাধারা, পরিষ্কার চিন্তাধারা দেশকে সঠিক পথে চলতে সাহায্য করেছে৷
মেয়ো রোডে রাজ্য সরকারের গান্ধী স্মরণ অনুষ্ঠানে মমতা এদিন বলেন গান্ধীজির ভাবমূর্তি দেশকে শান্তি যুগিয়েছে৷ সম্প্রীতির ভাবধারায় চলতে উদ্বুদ্ধ করে৷ তাই সেই পথেই হাঁটবে রাজ্য সরকার৷ শান্তির জন্য লড়াই চলবে বলে এদিন জানিয়ে দেন মমতা৷ তিনি বলেন মহাত্মা গান্ধীর দেখানো পথেই চলব৷ কারোর কথা শুনব না৷
মঙ্গলবারই কলকাতায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এদিন মমতাকে কটাক্ষ করে অমিত শাহ বলেন কমিউনিস্টরা বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে৷ মমতাদি তখন সরব হয়েছেন৷ কিন্তু এখন তিনি একই কাজ করছেন৷ শুধু ভোটব্যাংক অটুট রাখার জন্য৷
এদিন কী বললেন মমটা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment