শপথ নিলেন কুমারস্বামী, তৃতীয় ফ্রন্টের মুখ মমতা উজ্জ্বল হলেন মঞ্চে

Spread the love

বিশেষ প্রতিনিধি,

ছবি সৌজন্যে- (এএনআই)

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী৷ কুমারস্বামী ছাড়াও এদিন শপথ নিলেন জি পরমেশ্বর৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি৷ উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের অন্দরে অসন্তোষ দানা বাধতে শুরু করেছে৷ লিঙ্গায়েত নেতারা চেয়েছিলেন উপমুখ্যমন্ত্রীর জন্য তাদের সম্প্রদায় থেকে কাউকে বাছা হোক৷ কিন্তু রাহুল গান্ধী দলিত নেতা জি পরমেশ্বরের উপর আস্থা রেখেছেন৷

রাজ্যপাল বাজুভাই বালা শপথ বাক্য পাঠ করান কুমারস্বামীকে৷ এর আগে, ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৭ এর অক্টোবর পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন কুমারস্বামী৷ দেশের নজর আজ দক্ষিণে তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে৷ সেখানে হাজির বিজেপি বিরোধী মহাজোটের তারকারা৷ তৃতীয় ফ্রন্টের মঞ্চ তৈরি করা হয়েছে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে৷

সীতারাম ইয়েচুরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা যাওয়া নিয়েও নতুন সমীকরণের ইঙ্গিত দেখছে জাতীয় রাজনৈতিক মহল৷

কুমারস্বামীর মন্ত্রিসভায় কতজন কংগ্রেস ও জেডি(এস) থেকে মন্ত্রী হতে চলেছেন তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে৷ ২২-১২ ফর্মুলায় সাজানো হবে মন্ত্রিসভা৷ অর্থাৎ কংগ্রেসের ২২ জন বিধায়ক আর জেডি(এস) এর ১২ জন বিধায়ক৷ বৃহস্পতিবারের আস্থা ভোটের পরই তারা শপথ নেবেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*