রাজ্য আর কেন্দ্রের সংঘাত লেগেই রয়েছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে নিশানা করে বলেছিলেন বাংলায় শিক্ষার অগ্রগতি নেই। এবার সেই মন্তব্যের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির জনসভা থেকে অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলা এখন নোবেলভূমি। অভিজিৎ নোবেল পেল, বউটা পেল, ডবল-ডবল নোবেল।
রাজ্য আর কেন্দ্রের চাপানউতোরের মাঝেও ভাল খবর বাংলার ছেলের নোবেল প্রাপ্তি। এবার অর্থনীতিতে নোবেল জয় করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার মাটিতে পা রাখবেন নোবেল প্রাপক। ইতিমধ্যেই অভিজিতের বাড়িতে গিয়ে নোবেলজয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তির কয়েক বছর বাদেই ফের অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এবার নোবেল অর্জন করেছেন তাঁরই স্ত্রী এস্থার ডুফলো। এ ছাড়াও তাঁদের সঙ্গে যুগ্ম ভাবে নোবেল প্রাপক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।
বাংলা যে এখন পিছিয়ে নেই এ কথাই শিলিগুড়ির জনসভা থেকে মনে করিয়ে দিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, এবার বাংলার ঘরে ডবল নোবেল এসেছে।
Be the first to comment