‘বিশ্ব শহর দিবসে’ কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Spread the love

আজ ৩১ অক্টোবর। ওয়ার্ল্ড সিটিস ডে। মানুষের সভ্যতা দিন দিন আরও বেশি করে শহরকেন্দ্রীক হয়ে পড়েছে। এখন বিশ্বের সব জায়গায় মানুষই চায়, শহরে থাকতে। সেটাই তো স্বাভাবিবক। গ্রাম এক দিন কিংবা দুদিনের জন্য ঘুরতে তো দারুণ। কিন্তু সেখানে রোজকার জীবনযাত্রার মান ভাল হবে কিভাবে! এবার শহরে বেশি মানুষ চলে আসছে, এটায় আপত্তি নেই। কিন্তু যে সুযোগ পাওয়ার জন্য মানুষ শহরে আসছে, সেই সুযোগ সুবিধাগুলো তো বজায়ও রাখতে হবে। তাই রাষ্ট্রসংঘের পক্ষ থেকে প্রতি বছর পালন করা হয়, বিশ্ব শহুরে দিবস।

এবছর ওয়ার্ল্ড সিটিস ডে তে মানুষকে সেচতন করা হচ্ছে, নিজের শহরটাকে ভাল রাখার জন্য। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য। নিজেদের সংস্কৃতির আদান-প্রদান বাড়ানোর জন্য। তবেই হবে যথার্থ শহর।

আর বৃহস্পতিবার বিশ্ব শহর দিবস উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন- আজ বিশ্ব শহর দিবস। সুন্দর ভবিষ্যৎ গড়তে দরকার সুন্দর শহর।

মমতা আরও লেখেন, আপনারা জেনে খুশী হবেন যে ডেনমার্কের কোপেনহেগেন শহরে গ্লোবাল মেয়র্স সামিটে গ্রিন মবিলিটি বিভাগে লো কার্বন কমিউট ট্রাঞ্জিশন প্রকল্পের জন্য C 40 সিটিস পুরস্কার পেয়েছে আমাদের শহর কলকাতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*