বুলবুল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেয়নি কেন্দ্র : মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বুলবুল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে বলে বিধানসভায় সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বুলবুলের জন্য রাজ্যের ক্ষতি হয়েছে ২৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ১২১০ কোটি টাকা দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণের কোনও অর্থ দেয়নি কেন্দ্রীয় সরকার।

বুলবুল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই ক্ষতিপূরণের দাবি জানিয়েছে রাজ্য সরকার । কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের সামান্য অর্থও পাওয়া যায়নি বলে আজ বিধানসভার অধিবেশন কক্ষে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, “বুলবুলের কারণে কয়েকটি জেলার মানুষের ঘরবাড়ি, ধান, সবজি সব নষ্ট হয়ে গিয়েছে । হেলিকপ্টার দিয়ে এলাকা ঘুরিয়ে দেখানো হয়েছিল। ২৩ হাজার কোটি টাকার একটু বেশি ক্ষয়ক্ষতির রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়।”

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি নিজে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা ঘুরে দেখেছি। শুভেন্দু অধিকারী মেদিনীপুর জেলা ঘুরে দেখেছে। আশা করেছিলাম কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য পাব। প্রধানমন্ত্রী টুইট করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনও সাহায্য পাইনি । তবে রাজ্যের অর্থ দপ্তর এখনও পর্যন্ত ১২১০ কোটি টাকা অর্থ বরাদ্দ করে কৃষকদের সাহায্য করেছে । ৬ লাখ লাখ কিট তৈরি করা হয়েছে। এই কিটের মধ্যে থাকছে কড়াই, থালা, বাসন, খাবার, ধুতি, শাড়ি, স্টোভ সহ অন্য সামগ্রী । প্রতিটি পরিবারকে কেরোসিন দেওয়া হচ্ছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*