সতর্ক থাকুন, সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা হতে পারে; পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী!

Spread the love

সোমবার জরুরি নোটিসে জেলার পুলিশ কর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎকর পুরকায়স্থ ও ডিজি বীরেন্দ্রকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারদের অনেক বোঝানোর চেষ্টা করেছেন, বাংলায় সাম্প্রদায়িক অশান্তি লাগানোর চেষ্টা হতে পারে। যে কোনও ছুতোয় তা শুরু করার ষড়যন্ত্রও হতে পারে। তাই চোখ-কান সর্বদা খোলা রাখবেন।

এদিনের বৈঠক নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে নবান্ন। কনফারেন্স রুমের আশপাশে কোনও সাংবাদিককে যেতে দেওয়া হয়নি। বৈঠকের পরে কোনও সাংবাদিক বৈঠকও হয়নি। কিন্তু সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও চরমপন্থী সংগঠনকে সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া চলবে না। একান্তই তা যদি দিতে হয় তা হলে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলতে হবে। তাঁরা সবুজ সঙ্কেত দিলে তবেই অনুমতি দেওয়া যাবে।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখার ব্যাপারেও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনও উস্কানি না ছড়ায় তার জন্য প্রতিনিয়ত মনিটরিং করার কথা বলা হয়েছে।

তবে এ দিনের বৈঠকে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হায়দরাবাদের ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সমস্ত পুলিশ সুপারদের বলেছেন, মহিলাদের নিরাপত্তার ব্যাপারে আরও কড়া নজরদারি চালাতে হবে। নির্জন, নিরিবিলি এলাকাগুলিতে বেশি করে টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*