ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
নাগরিকত্ব বিলের বিরোধিতায় আজও একাধিক জায়গায় উত্তপ্ত বাংলা। বিক্ষোভ জানিয়ে টায়ার পোড়ানো, গাড়ি ভাঙচুর জ্বালানো ট্রেন বন্ধ করা হচ্ছে। বাংলাবাসীকে শান্তি বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেনে নিন কি বললেন তিনি..
Be the first to comment