নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে আবারও জোরালো আওয়াজ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে সুর বেঁধে দিলেন তৃণমূলনেত্রী। একই সঙ্গে এনআরসি ও নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ পথে লাগাতার আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবারের পর মঙ্গলবারও কেন্দ্রের আইনের বিরুদ্ধে পথে নামেন তৃণমূলনেত্রী। এদিন যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিল শুরু করেন তৃণমূলনেত্রী। মিছিল শুরুর আগেও নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী। যাদবপুর থেকে মিছিল শুরু হয়ে তা শেষ হয় ভবানীপুরের যদুবাবর বাজার চত্বরে। মিছিল শেষে আবারও বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী। এবার আরও কড়া ভাষায় কেন্দ্রকে একের পর এক আক্রমণ করেন মমতা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তৃণমূলনেত্রীর। দেশ ও ভাংলা ভাগের চক্রান্তের অভিযোগেও সরব মমতা।
নাগরিকত্ব আইন নিয়ে এদিন কেন্দ্রের কড়া সমালোচনা করে মমতা আরও বলেন, কেন্দ্র বাইরের লোকেদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে। কিন্তু দেশের মানুষ তবে কোথায় যাবেন। ১০ হাজার মানুষকে নাগরিকত্ব দিতে গিয়ে ৯ লক্ষ ৯০ হাজার জনকে উপেক্ষা করা হচ্ছে।
এনআরসি আতঙ্কে এরাজ্যেও বেশ কয়েকজন আত্মঘাতী হয়েছেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। একাধিক সেই মৃত্য়ু নিয়েও এদিন কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। এ প্রসঙ্গে মমতার অভিযোগ, এনআরসি আতঙ্কে অসমে ১০০, বাংলায় ৩০ জন আত্মঘাতী হয়েছেন। এত মৃত্যুর দায় কে নেবে৷ রাজ্য থেকে মানুষকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব একাধিক রাজ্যের সরকার। কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে সরব কেরল, পঞ্জাব, মধ্য়প্রদেশ-সহ একাধিক রাজ্য। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। ধর্মের ভিত্তিতে নাগরকিত্ব দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ তুলেছেন কেরলের বাম সরকারের মুখ্য়মন্ত্রী। কোনওভাবেই কেরলে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে না বলেও সাফ জানিয়েছেন পিনারাই বিজয়ন। এ প্রসঙ্গে তৃণমূলনেত্রীর কটাক্ষ, এখন তো কেরল, পঞ্জাব, মধ্য়প্রদেশ, রাজস্থান, বিহার আপত্তি তুলেছে। এরপর নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিও আপত্তি জানাবে। কেন্দ্রের নয়া আইন কোথাও কার্যকর করা হবে না।
Be the first to comment