‘সবকা সাথ’, ‘সবকা বিকাশ’ নয় সবকা সর্বনাশঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তর-পূর্বের রাজ্য ও দিল্লির মতো উত্তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে। বিরোধিতায় পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে কোনও মূল্যেই NRC, CAA হতে দেবেন না। বুধবার মিছিলের তৃতীয় দিনে মমতার নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন অমিত শাহকে আক্রমণ করে মমতার বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে দেশের শান্তি বজায় রাখুন। আপনি ‘সবকা সাথ’ ‘সবকা বিকাশ’ করেননি। ‘সবকা সর্বনাশ’ করেছেন।NRC নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগেই বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে জানিয়ে দিয়েছিলেন, রাজ্যে NRC হতে দেবেন না। এর মাঝে জল গড়িয়েছে অনেক দূর। লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯। একাধিক জনসভায় বক্তব্য রাখতে দিয়ে বারবার দেশে NRC করার বার্তাও স্পষ্ট করেছেন অমিত শাহ।

আজ হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিংয়ে পর্যন্ত CAA ও NRC-এর বিরুদ্ধে মিছিল হয়। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, দেশে আগুন জ্বালানো নয় আগুন নেভানো আপনার কাজ। অমিত শাহ ভুলে যাবেন না যে, আপনি শুধু বিজেপি নেতা নন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দয়া করে দেশের শান্তি বজায় রাখুন। আপনি ‘সবকা সাথ’ ‘সবকা বিকাশ’ করেননি। ‘সবকা সর্বনাশ’ করেছেন। দেশ থেকে CAA ও NRC তুলে নিন। নাহলে আমি দেখব কী করে আপনি এই বাস্তবায়ন করেন। অনুপ্রবেশকারীদের জন্য কত ডিটেনশন ক্যাম্প বানাবেন আপনি?

পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে মমতার বক্তব্য, আপনারা বলেছিলেন শরণার্থীদের নাগরিকত্ব দেবেন। কিন্তু এখন বলছেন আধার কার্ডে,প্যান কার্ডে নাগরিকত্ব হবে না। তাহলে কী লাগবে? বিজেপির রক্ষাকবচ। নাগরিকত্ব আইন বেআইনি,অনৈতিক।

এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন-

https://www.facebook.com/FAM4TMC/videos/439860026688762/?t=4

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*