২০১৯ এ ৪২ শূন্য হবে। ২৭ জুলাই নানুর দিবস। আর ২৮ জুলাই সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে সভা করবে। ১৭ সেপ্টেম্বর মেদিনীপুরে সভা করবে তৃণমূল যুব কংগ্রেস। আর পুজোর পরই শুরু হবে ব্রিগেডের প্রস্তুতি। ১৯ জানুয়ারি ব্রিগেডে সভা। সারা দেশের সমস্ত নেতাদের দেখাবো ব্রিগেডের জনসভা।
২০১৯এ বিজেপি সারা দেশে ১০০-এরও থেকেও কম আসন পাবে। আর বাংলায় এই জগাই-মাধাই- গদাই কিছুই করতে পারবে না। এবছর ২১ জুলাই ২৫ বছর, আগামী বছর ভারত জয় করা ২১ হবে।
বিজেপির মেদিনীপুরে প্যান্ডেল ভাঙা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ওরা প্যান্ডেল বানাতে পারে না, আবার দেশ বানাবে। এদিন সভামঞ্চ থেকে চন্দন মিত্র, সাবিনা ইয়াসমিন, মইনুল হাসান তৃণমূলে যোগদান করলেন।
Be the first to comment