নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় মিছিল করতে উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় মিছিল করতে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা, পুরুলিয়ার পর এবার শিলিগুড়িতে মিছিলে হাঁটবেন মমতা৷ শুক্রবার অর্থাৎ ৩ জানুয়ারি এই মিছিলের ডাক দিয়েছে তৃণমূল৷

আজ বৃহস্পতিবারই উত্তরবঙ্গ উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকাল ৪টা ২০ মিনিটে দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ কলকাতা থেকে আকাশপথে বাগডোগরা এয়ারপোর্টে নামেন৷ সেখান থেকে মুখ্যমন্ত্রী সড়কপথে যান উত্তর কন্যায়৷

আগামীকাল শুক্রবার শিলিগুড়ির পথে হাঁটবেন তিনি। প্রথমে হিলকার্ট রোড এবং তারপর বর্ধমান রোডে হবে এই প্রতিবাদ মিছিল৷ দক্ষিণবঙ্গের পর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় এটাই মমতার প্রথম মিছিল৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেমেছে তৃণমূল৷ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতার পর পুরুলিয়ায় হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ডিসেম্বরে রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি৷ নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে পা মিলিয়েছেন হাজার হাজার মানুষ৷ এই নিয়ে মমতা পঞ্চমবার মিছিলে হাঁটলেন দলনেত্রী৷

নাগরিকত্ব সংশোধনী আইনের পরই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, ধারাবাহিকভাবে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*