এনআরসি,সিএএ ও এনপিআর এর মধ্যেই মমতা সরকারের বড় ঘোষণা, আর কাগজ দেখানো হবে না ৷ কাগজ ছাড়াই মিলবে ক্ষতিপূরণ ৷ উপযুক্ত কাগজ না থাকায় সরকারের দেওয়া ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার হচ্ছেন কৃষকরা ৷ এমনই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে মমতা সরকার ৷ ঘোষণা করা হয়, উপযুক্ত কাগজ ছাড়াই মিলবে ক্ষতিপূরণ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কৃষি দফতর জানিয়েছে, জমির পরচা না দেখালেও বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পাবে ৷
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাশনিক বৈঠকে পাথরপ্রতিমায় উপস্থিত হয়ে বলেছিলেন, বুলবুল ঝড়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ৷ তাই রাজ্য সরকারের আবাস প্রকল্পে বিধ্বংসী বুলবুলে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া হবে ৷
২০১৯ সালের নভেম্বরে বুলবুল ঘূর্ণিঝড়ের জেরে মৃত্যুর পাশাপাশি বাড়ি-ঘর ভেঙেছে অনেক গরীব পরিবারের৷ ক্ষতি হয়েছে কৃষি জমির৷ দক্ষিন ২৪ পরগনার পাশাপাশি ক্ষতি হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়ও৷ বুলবুল ঘূর্ণিঝড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসিরহাট এবং সন্দেশখালি।
বুলবুলের পরেই জানা গিয়েছিল, ঝড়ে পনেরো লক্ষ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। পানীয় জল নষ্ট হয়ে গিয়েছে। পাঁচ লক্ষ মাটির বাড়ি ভেঙে গিয়েছে, নদীর পাড় ধসে গিয়েছে৷ তারপরই কৃষকদের কে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে সরকার৷ কিন্তু উপযুক্ত কাগজ না থাকায় সরকারের দেওয়া ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার হচ্ছিলেন কৃষকরা৷ এবার সরকার সেই শিথিল করেছে৷ ফলে তাদের বুলবুলের তান্ডবে যে সব কৃষকদের জমির পাশাপাশি কাগজ নষ্ট হয়ে গিয়েছে৷ তারা কাগজ ছাড়াই পাবে ক্ষতিপূরণ৷
Be the first to comment