২০০৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূলের নেতারা ভাঙচুর চালিয়েছিলেন৷ সেটা ছিল সিঙ্গুর আন্দোলনের সময়। এদিন বহুকাল পরে সেই প্রসঙ্গ উঠল রাজ্য বিধানসভায়। আর তা নিয়ে বামেদের প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর জবাব, তিনি কিছু করেননি, বরং তাঁর জুতো কেড়ে নেওয়া হয়েছিল।
এদিন বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেন মমতা। আর সেই বক্তৃতার সময়ে নানা ইস্যুতে আক্রমণাত্মক হন তিনি। এদিন বিরোধীদের উপস্থিতি কম থাকলেও ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বারবার নানা প্রশ্ন তুলতে থাকেন মমতার বক্তৃতার সময়ে। এদিন মমতা বাম জমানায় রাজ্যে বিরোধীদের সঙ্গে কেমন আচরণ করা হত তা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “৩৪ বছরে অনেক দেখেছি।” এর পরেই সুজন চক্রবর্তী ২০০৬ সালে বিধানসভায় ভাঙচুরের প্রসঙ্গ তোলেন। এর জবাব দিতে গিয়েই মমতা সেদিনের কথা বলেন।
এদিন মমতা বলেন, “সিঙ্গুরে আমায় ঢুকতে দেওয়া হয়নি। তখন পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা। তাই আমি বিধানসভায় এসেছিলাম পার্থদার সঙ্গে দেখা করতে। কিন্তু বিধানসভাতেও আমায় ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আমার জুতোটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। আমি কিচ্ছু করিনি। বিধানসভার কোনও জিনিসে হাত দিইনি। এটা রেকর্ডে আছে। সুজন চক্রবর্তী আপনি প্রমাণ করুন নইলে কথা উইথড্র করুন।”
Be the first to comment