দিল্লির সংঘর্ষের সূত্র ধরে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ঘটনাকে পরিকল্পিত গণহত্যা বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। সোমবার নেতাজি ইন্ডোরে দলের সভায় দলীয় কর্মসূচি ঘোষণার পাশাপাশি দিল্লির সংঘর্ষ নিয়েও বিজেপিকে একহাত নেন মমতা। দিল্লিতে গুজরাত মডেল প্রয়োগ হয়েছে বলেও অভিযোগ তৃণমূলনেত্রীর।
দিল্লির ঘটনায় মর্মাহত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা করেই দিল্লিতে সংঘর্ষ বাধানো হয়েছে বলে অভিযেগা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘দিল্লির ঘটনা পরিকল্পিত গণহত্যা, পরে এটিকেই সাম্প্রদায়িক হিংসা বলে চালানো হয়’, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভায় কেন্দ্রীয় সরকারকে বিঁধে এমনই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দিল্লির সংঘর্ষকে ধিক্কারজনক বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।
দিল্লির সংঘর্ষের ঘটনায় কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও সজাগ থাকতে বার্তা দেন মমতা। দলীয় নেতা-কর্মীদের তাঁর পরামর্শ, ‘দিল্লির নেতাদের দেখে ঔদ্ধত্য শিখবেন না। বিজেপি পরিকল্পনা করে দিল্লিতে দাঙ্গা করেছে।’
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিজেপি রাজধানীতে সংঘর্ষ বাধিয়েছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজধানী দিল্লিতে এত বড় সংঘর্ষ হলেও সেই ঘটনা নিয়ে বিজেপি নেতারা দুঃখপ্রকাশের কোনও প্রয়োজনই অনুভব করেননি বলে কটাক্ষ করেছেন মমতা।
একইসঙ্গে দিল্লিতে সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন তৃণমূলনেত্রী। সাংসদ ডেরেক ওব্রায়েনকে এব্যাপারে তৎপর হতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।
সংঘর্ষ ভুলে ছন্দে ফিরেছে উত্তর-পূর্ব দিল্লি। জাযপরাবাদ, সিলমপুর, মৌজপুর, কারওয়ালনগর, চাঁদবাগ-সহ প্রভৃতি এলাকায় খুলেছে দোকান-বাজার। তবে বেশ কিছু দোকান এখনও বন্ধ রয়েছে। এদিকে, দিল্লির সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬।
রবিবারই চিকিৎসাধীন থাকা অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তিনশোর কাছাকাছি মানুষ এখনও আহত হয়ে দিল্লির একাধিক হাসপাতালে ভরতি রয়েছেন। আহতদের মধ্যে অনেকের শরীরেই গুলির ক্ষত রয়েছে।
Be the first to comment