আজ রাখি বন্ধন উৎসব ৷ রাখি উৎসব উপলক্ষ্যে ট্যুইটারে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ট্যুইটে মমতা বলেন, ‘রাখি বন্ধন উপলক্ষে আমার সকল ভাই ও বোনেদের জানাই শুভেচ্ছা। রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় আমরা এই দিনটিকে ‘সংস্কৃতি দিবস’ হিসেবে পালন করি।’
আজ রাখি ৷ ফলে ছোটাছুটি -হুড়োহুড়ি করে আর রাখি বাঁধতে দৌড়তে হবে না ৷ ভাই হোক বা দাদা তারা সকলেই সকাল থেকে এসে হাজির বোনেদের বাড়ি ৷ রাখি উপলক্ষ্যে যেন সাজো সাজো রব সমস্ত জায়গায় ৷ যারা কাজের সূত্রে বাইরে থাকেন ৷ তারা কী বাদ পড়ছেন এই উৎসব থেকে ? নাহ এমনটা একেবারেই নয় ৷ ভিডিও চ্যাটের মাধ্যমেই চলছে রাখি পড়ানো ৷ একবার পঞ্জিকা অনুযায়ী, রাখি বাধার সঠিক সময়টা দেখে নিয়েছেন কি ৷ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ি রবিবার পূর্ণিমায় রাখি হচ্ছে ৷ এটা ভারতে শুধু হিন্দুরাই নন জৈনরাও পালন করেন ৷ আর ভারতের বাইরে মরিশাস -নেপালেও পালন করা হয় ৷
তবে, রাখি পড়ানোর সময় অবশ্যই একটা মন্ত্র বলতে কিন্তু ভুলবেন না ৷ শাস্ত্রমতে, ভাইয়ের হাতে রাখি পরানোর সময় ‘ওঁ ত্রায়ুষম জমদগ্রে: কশ্যপস্য ত্রায়ুষম ৷ য়হেবেষু ত্রায়ুষম তন্ত্রো অস্তু ত্রায়ুষম ৷৷’এই মন্ত্রটি জপ করলে ভাইয়ের মঙ্গল হয় ৷ একই সঙ্গে ভাইয়ের শ্রীবৃদ্ধিও ঘটে ৷
Be the first to comment