রাজ্যে আরও ২১০ ভেন্টিলেটর, বাড়লো স্বাস্থ্যকর্মীদের বিমার পরিমাণ

Spread the love

কোরোনা মোকাবিলায় তৎপর মুখ্যমন্ত্রী ৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজের অধিকর্তার সঙ্গে ভিডিয়ো কনফারেন্স বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন প্রতিটি জেলার জেলাশাসকরাও ।

সোমবার ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন ২১০টি ভেন্টিলেটর আসার কথা জানান ৷ রাজ্যের তরফের ৬০০টি ভেন্টিলেটার অর্ডার করা হয়েছিল। তার মধ্যে ২১০টি ভেন্টিলেটর ইতিমধ্যেই এসে গেছে।

কোরোনা সংক্রমিত রোগীর প্রবল শ্বাসকষ্ট হয় । চিকিৎসার জন্য প্রয়োজন ভেন্টিলেটর । কোরোনার প্রভাব পড়েছে গোটা বিশ্বে ৷ তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিশ্বজুড়ে ভেন্টিলেটরের চাহিদাও তুঙ্গে ৷ রাজ্যের পরিস্থিতি যদি আরও খারাপ হয়, সেকথা ভেবে আগেভাগে সতর্ক সরকার। তাই ৩০০ নতুন ভেন্টিলেটরের অর্ডার আগে দেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর । তার মধ্যে ২১০ ভেন্টিলেটর ইতিমধ্যেই এসে গেছে বলে আজ জানান মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে আরও ৩০০টি ভেন্টিলেটরের বরাত দেওয়ার কথাও জানান তিনি ৷

পাশাপাশি জেলা প্রশাসন এবং হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আরও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । কোরোনার চিকিৎসার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রাণ হাতে নিয়ে কাজ করেন ৷ তাই তাঁদের ৫ লাখ টাকার বিমা করানো হয় ৷ আজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেই অর্থ বাড়িয়ে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ১০ লাখ টাকার বিমা করা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*