রাজ্যে করোনায় মৃত ৫, আক্রান্ত ৬৯, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাজ্যে করোনায় মৃত ৫, আক্রান্ত ৬৯। আগে করোনায় তিনটি মৃত্যুর কথা বলা হয়েছিল। বিশেষজ্ঞদের পরীক্ষার পরে ৫টি মৃত্যুর খবর জানা গিয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্ন থেকে এদিন ভিডিও কনফারেন্সে বৈঠকে ছিলেন রাজ্যের তৈরি অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় রাজ্যকে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

মঙ্গলবার নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এই মুহূর্তে করোনার হটস্পট হিসেবে ৭টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও ওই ৭টি জায়গার নাম জানাতে চাননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকায় রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলা চলছে বলে জানান তিনি।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে রাজ্যে করোনায় তিনজনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে পরে বিশেষজ্ঞরা পরীক্ষা করে ৫ জনের মৃত্যুর খবর জানান। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আবারও আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরই পাশাপাশি বুধবার থেকে রাজ্যের ফুল বাজারগুলি খুলে দেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য অনেকের মতো লকডাউনের জেরে ফুলচাষিরা সমস্যা পড়েছেন। তাঁরা বাজারে ফুল নিয়ে যেতে পারছেন না। কাল থেকেই ফুল বাজারগুলি খুলে দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা চলবে।’

অন্যদিকে, বিড়ি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘লকডাউনের জেরে অসংগঠিত একাধিক ক্ষেত্রের মতোই সমস্যায় পড়েছেন বিড়ি শ্রমিকরাও। তাঁরাও বাড়িতে একসঙ্গে সর্বোচ্চ ৭ জন বসে বিড়ি বাঁধতে পারবেন। পরে সেই বিড়ি বাজারেও নিয়ে যেতে পারবেন।’

দেখুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/243463513503925/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*