করোনা যুদ্ধে দিনরাত কাজ করে চলেছেন ফ্রন্টলাইনে থাকা এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। প্রবল কাজের চাপে ছুটি পর্যন্ত পাচ্ছেন না তাঁরা। নিরলসভাবে কাজ করে চলা এই সমস্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে জানিয়েছেন, রাজ্যের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এ বার থেকে টানা সাত দিন কাজ করে সাত দিন ছুটি নিতে পারবেন। পরিকল্পনা রূপায়ণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
একইভাবে, দিনরাত কাজ করে চলা পুলিশকর্মীদের বিষয়েও মানবিক মুখ দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকর্মীদের কাজের সময় এবার থেকে দিনে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে বেঁধে ফেলা যায় কি না, খতিয়ে দেখার জন্য পদস্থ কর্তাদের ভেবে দেখার আবেদন করেছেন তিনি।
রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডাক্তার-নার্সরা খুব ভালো কাজ করছেন। কোনও বিশ্রাম ছাড়াই দিনরাত কাজ করে চলেছেন তাঁরা। এবার থেকে ডাক্তার, নার্স, প্যারা-মেডিক্য়াল কর্মীরা ৭ দিন কাজ করবেন এবং ৭ দিন বিশ্রাম করবেন। এর ফলে তাঁরা কাজ করার আরও এনার্জি পাবেন।’
এর রেশ ধরে রাজ্যে করোনা চিকিৎসায় যুক্ত ব্যক্তিদের হেনস্থার একের পর এক ঘটনা নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার চাইলে কড়া ব্যবস্থা নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মমতা মনে করিয়ে দিয়েছেন, এমন অভিযোগের ক্ষেত্রে দোষী ব্যক্তির ১ বছর পর্যন্ত জেল হতে পারে। এক্ষেত্রে সকলের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন, ‘স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভালো কাজ করুন।’
Be the first to comment