বাজারে ভিড় করা যাবে না, দরকারে সশস্ত্র পুলিশ নামাবো: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিড় ঠেকাতে বেশির ভাগ বাজার ফাঁকা মাঠে সরিয়ে দেওয়া হয়েছে। তবু বাজারে ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ রয়েছেই। প্রায় প্রতিদিনই বাজারে উপচে পড়ছে ভিড়। এমতাবস্থায় এবার কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্ন সভাঘরে জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘বাজারে ভিড় করা চলবে না। প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামাতে হবে। ভিড় যেন না দেখি।’
মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘প্রত্যেক বাজারে স্যানিটাইজার রাখতে হবে। মাস্ক ছাড়া কাউকে বাজারে ঢুকতে দেবেন না। আর কোনও দোকানে ৫ জনের বেশি থাকতে পারবে না।’ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কার মধ্যে বাজারে ভিড় আরও বড় বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক হতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কোনওভাবে গোষ্ঠী সংক্রমণ হতে দেওয়া চলবে না।’

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলা ধরে ধরে প্রশ্ন করেন জেলাশাসকদের। জেলাগুলিতে ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা ও পরিস্থিতি নিয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামলাতে প্রয়োজনে ‘কড়া হতে’ নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভিড় নিয়ন্ত্রণে না আসায় ইতোমধ্যেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু বাজারের ব্যবসায়ীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*