“এখানে বাঘের বাচ্চারা বসে আছে। তাই বাংলায় বিজেপির মতলব খাটবে না।” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, এখানে এনআরসি করে দেখাক বিজেপি। দেশকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে। এনআরসির নামে দেশভাগের চক্রান্ত চলছে। ধর্মের নামে হানাহানি বাড়ছে। ব্যাঙ্ক জালিয়াতি, টাকার দামের পতন, নোট বাতিল, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির মতো ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করে মমতা বলেছেন, ২০১৯ সালে বিজেপি ফিনিস হয়ে যাবে।
মঙ্গলবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে মুখ্যমন্ত্রী ছাত্রদের আরও বেশি করে সোশাল মিডিয়ায় বিজেপির অপপ্রচারের জবাব দেওয়ার কথা বলেন। তাঁর কথা, একটা বাজে কথার জবাবে দশটা এমন কথা বলতে হবে যাতে ওরা লেজ গুটিয়ে পালায়। সেইসঙ্গে তিনি মন করিয়ে দেন, তৃণমূল কংগ্রেসে লবির কোনও জায়গা নেই। সংগ্রামের কোনও বিকল্প হয় না। দলে নিজের জায়গা শক্ত করতে হলে নিঃস্বার্থ কর্মী হতে হবে। তাহলেই সে দলনেত্রীর নজরে পড়বে। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতিদের নিয়েই একটি কমিটি তৈরি করা হয়েছে৷ এই কমিটিতে রয়েছেন অশোক দেব, বৈশ্বানর চট্টোপাধ্যায়, তাপস রায়ের মতো সিনিয়র নেতারা৷ ওই কমিটিতে কারা থাকবেন, তা ঠিক করবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
Be the first to comment