ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। মৌসম ভবনের সতর্কবার্তা অনুযায়ী পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আমফান মোকাবিলায় তৈরি রাজ্য সরকার। নবান্নে সব জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় মোকাবিলায় কোন কোন পদক্ষেপ করা যেতে পারে, সেই বিষয়গুলি নিয়েই জেলাশাসকদের সঙ্গে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়।
মরার উপর খাঁড়ার ঘায়ের মতো রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় আমফান। মুখ্যমন্ত্রী নিজেও ঘূর্ণিঝড় নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন। তাঁর কথায়, ‘সমুদ্রে কী হবে কেউ জানে না।’ তবে রাজ্য প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলায় আগে থেকেই সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে আরও বেশ কিছু পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ক্ষয়ক্ষতি রুখতে সর্বোচ্চ কী কী ব্যবস্থা নেওয়া যাবে, তা নিয়েই এদিন আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের উপকূলবর্তী দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেই বিশেষ নজর রাজ্য সরকারের। এই তিন জেলাই উপকূলের সবচেয়ে কাছে। পশ্চিম মেদিনীপুরের একাংশেও নজর রয়েছে সরকারের। ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বেশ কিছু ব্যবস্থা নিয়েছে সরকার। এবার বিশেষত এই চার জেলাতেই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা যাতে আরও বাড়ানো যায় সেব্যাপারেই জেলাশাসকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment