আমফানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আকাশ পরিষ্কার থাকলে শনিবার দুই চব্বিশ পরগণায় আকাশ পথে পরিদর্শন করার কথা বৃহস্পতিবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী।
উত্তর ও দক্ষিণ চব্বিশ গরনায় বিশেষভাবে ক্ষতিগ্রস্থ এলাকা সন্দুরবন ঘুর দেখবেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়াও রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিভিন্ন জেলা পরিদর্শনের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
তাঁর দুই চব্বিশ পরগনা পরিদর্শনের জন্য মুখ্যসচিব রাজীব সিনহাকে ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী৷ ঝড়-বৃষ্টি না-হলে শনিবারই উত্তর ও দক্ষিণ চব্বিশ গরগনা পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এছাড়াও রাজ্যের ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে অনান্য মন্ত্রী এবং জেলা সভাপতিদের পরিদর্শনের নির্দেশ দেন মুখ্যামন্ত্রী৷ এদিন বৈঠকে রাজ্যের নগরোউনয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে পুরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখার কথা বলেন তিনি৷ পাশাপাশি রাজ্যের অনান্য মন্ত্রীদের প্রতিটি জেলায় আমফান পরিবর্ত পরিস্থিতি খতিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন মমতা৷
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা ঘুরে দেখার নির্দেশ দেন তিনি৷ মেদিনীপুরের ঘাটাল ও দাঁতন এলাকায় সাধারণ মানুষের অসুবিধা দেখার পরামর্শ দেন মমতা৷ মন্ত্রী অরুপ রায়কে হাওড়া জেলা দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নদিয়া, মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ঘুরে আসতে বলেন তিনি৷
দুই চব্বিশ গরগনায় নিজে পরিদর্শনে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার জন্য অন্য মন্ত্রীদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য রাজ্যের দুই মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও দমকল মন্ত্রী সুজিত বসুকে দুই চব্বিশ পরগনায় মানুষের পাশে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
ঘূর্ণিঝড় আমফান তছনছ করে দিয়েছে বাংলা৷ বুধবার সারাদিন আমফানে আতঙ্কিত ছিল রাজ্যবাসী৷ দুপুর থেকে স্থলভাগে তাণ্ডবলীলা দেখা শুরু করে এই সামুদ্রিক ঝড়৷ ওডিশা ও বাংলায় উপর দিয়ে বৃহস্পতিবার সকালে আমফান বাংলাদেশ যাওয়ার আগে ব্যপক ক্ষয়ক্ষতি ঘটায় এই বাংলায়৷ রাজ্যে ৭২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই আমফান৷ রাজ্যে ক্ষয়ক্ষতি জানতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্ত্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷
Be the first to comment