প্রায় ৪৮ ঘণ্টা কাটতে চলল। অথচ এখনও রাজ্যের একাধিক জায়গা ডুবে অন্ধকারে। বিদ্যুৎহীন রাজ্যের বেশ কিছু এলাকা। নেই ইন্টারনেটও। কয়েদিন সময় লাগতে পারে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সকালেও মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সব সংযোগ ফেরানোর জন্য প্রশাসনিক স্তরে সবরকমের চেষ্টা চলছে। এদিন কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, ”আমার বাড়িতেই টিভি চলছে না।” তিনি জানিয়েছেন, মোবাইল কানেকশন ছাড়া আর কিছু নেই ।
তিনি বলেন, এটা জাতীয় বিপর্যয়ের থেকেও বেশি। সব শেষ হয়ে গিয়েছে বলে উল্লেখ করে মমতা বলেন, ‘একটু সময় লাগবে তবে সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।’
নবান্ন থেকে বেরিয়ে একাধিক জায়গায় পরিদর্শনে গিয়েছিলেন বলেও জানান তিনি। তাঁর কথায়, ”একদিকে লকডাউন চলছে, করোনা আছে আবার সাইক্লোন। তিনটি চ্যালেঞ্জের সঙ্গে আমরা লড়াই করছি।”
Be the first to comment