আমফান বিধ্বস্ত কাকদ্বীপে শনিবার প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা থেকে হেলিকপ্টারে দুপুর একটায় কাকদ্বীপ পৌঁছাবেন তিনি ৷ SDO অফিসে বৈঠক করবেন ৷ পরে তাঁর উপকূলবর্তী এলাকা ঘুরে দেখার কথা রয়েছে৷
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আমফান এসে তছনছ করে দিয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ৷ সবথেকে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমফানের প্রভাব জাতীয় বিপর্যয়ের থেকেও বেশি কিছু। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবনের বেশিরভাগ এলাকাই পুরোপুরি বিধ্বস্ত। কোনটা গ্রাম আর কোনটা রাস্তা, কিছুই বোঝা যাচ্ছে না ৷ পরিস্থিতি দেখে আমরা কার্যত হতভম্ব।
শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার পর আজ কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ দুপুর একটায় সেখানে জেলাশাসক, মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন ৷ কলকাতা থেকে হেলিকপ্টারে যাবেন সেখানে ৷ SDO অফিসে প্রশাসনিক বৈঠক সারার পর উপকূলবর্তী এলাকা ঘুরে দেখতে পারেন মুখ্যমন্ত্রী ৷
প্রশাসনিক বৈঠকে সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মহম্মদ, সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা ও অন্যান্য বিধায়ক থাকবেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর ৷ আমফানে দক্ষিণ ২৪ পরগনার ক্ষয়ক্ষতি ও জেলার উপকূলবর্তী মানুষের পরিস্থিতি খতিয়ে দেখতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে ৷
Be the first to comment