করোনার দাপটের সঙ্গে লড়ছে রাজ্য ৷ তারই মাঝে ধীরে ধীরে লকডাউন শিথিল করছে কেন্দ্র ৷ লকডাউনের চতুর্থ দফা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি ৷ তার মধ্যেই সমস্ত সরকারি, বেসরকারি সংস্থার অফিস খোলায় সবুজ সংকেত মুখ্যমন্ত্রীর ৷ শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ৮ জুন থেকে সমস্ত সরকারি, বেসরকারি অফিস খুলে যাবে ৷ কাজ করা যাবে ১০০ শতাংশ কর্মী নিয়েই ৷
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অফিস খুললেও মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি ৷ বজায় রাখতে হবে দুই ব্যক্তির মধ্যে ৬ থেকে আট ফুটের সামাজিক দূরত্ব ৷ একইসঙ্গে ব্যবস্থা রাখতে হবে স্যানিটাইজেশনেরও ৷ একইসঙ্গে এদিনের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, এবার চা ও জুটমিলও পুরোপুরি ৮ জুন থেকেই খোলা হবে ৷ সমস্ত কর্মীদের নিয়েই কাজ করা যাবে ৷
তবে এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে যতটা সম্ভব ঘরে থেকে নিরাপদে কাজ করুন। কতজন কর্মী নিয়ে কীভাবে কাজ হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট সংস্থা। জুট মিল ও চা বাগানে ১০০ শতাংশ কর্মী রেখেই কাজ চলবে। সকলের সহযোগিতায় একযোগে লকডাউনের নিয়ম মেনে চললেই বাংলা করোনা যুদ্ধে জয়ী হবে বলে নিশ্চিত মুখ্যমন্ত্রী।
Be the first to comment