ত্রাণ নিয়ে দুর্নীতি হলে এবার ব্যবস্থা নেবেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার ত্রাণ নিয়ে এমনই কড়া অবস্থানের কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে মমতা জানান ‘ত্রাণ নিয়ে কোনও গরমিল দেখলে থানাকে জানান, অভিযোগ সঠিক হলে আমি নিজে ব্যবস্থা নেব।’
আমফানে বিধস্ত রাজ্যের আট জেলায় বহু ক্ষেত্রে ত্রাণ বণ্টন নিয়ে সরব বিরোধী শিবির। এবার তাই সরাসরি থানায় নালিশ করার নিদান দিলেন মুখ্যমন্ত্রী। এর আগে ত্রাণ নিয়ে বিলি বন্দোবস্তের মূল দায়িত্ব প্রশাসনকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা দিয়েছিলেন, ত্রাণ বিলি নিয়ে যা করার সরকারই করবে৷ এ নিয়ে দলীয় কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না৷
প্রথমে করোনার জেরে লকডাউন এবং তার পরে আমফান পরবর্তী সময়ে বিভিন্ন জেলায় রেশন নিয়ে নানা গরমিলের অভিযোগ উঠেছিল। তখনই রাজনৈতিক দলগুলিকে রেশন বিলি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমন কি, নিজের দলের রিভিউ বৈঠকেও দলীয় নেতাদের এই মর্মে বারে বারে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। আমফানের জেরে ত্রাণ নিয়ে আবার বিরোধীরা সরব হওয়ায় এবার আরও কড়া অবস্থান নিলেন মমতা।
Be the first to comment