ভিড়ে ঠাসা একুশের সভার বদলে ভার্চুয়াল জমায়েত। ২৬ বছরে পা রাখা একুশে জুলাই এবার রাজনীতি এবং আঙ্গিক, দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ। একুশের এই মঞ্চ থেকেই কেন্দ্রে বিকল্প সরকার গড়তে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন মমতা। এবার একুশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি রাজ্যেও থাবা বসাতে মরিয়া। একুশের মঞ্চ থেকে মঙ্গলবার কী দিশা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে তৃণমূল শিবির।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের আবহে একুশের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল জমায়েত করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের একুশ তাই বোধহয় অন্য বছরের চেয়ে আলাদা।
এবছর আরও একটি ব্যতিক্রম। ধারাবাহিকতা বজায় রেখেই আঙ্গিকে বড়সড় বদল। একুশে জুলাই ভার্চুয়াল প্ল্যাটফর্মেই দুপুর ২ টোয় ভাষণ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা, আমফানের জেরে রাজ্যের অনেক জায়গাই বিধ্বস্ত৷ সামনেই রাজ্যে নির্বাচন। আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি ৷ আর এই পরিস্থিতিতে দলনেত্রীর রাজনৈতিক ভাষণের দিকে তাকিয়ে তৃণমূল।
তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচি-
বেলা সাড়ে এগারোটায় একুশের স্মারকে (বিড়লা তারামণ্ডলের পাশে) মাল্যদান করবেন ফিরহাদ হাকিম৷
বেলা এগারোটায় ধর্মতলার শহিদ স্মৃতি বেদিতে মাল্যদান করবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ।
বেলা ১২ টায় বুথে বুথে তোলা হবে দলীয় পতাকা ।
বেলা একটায় প্রতি বিধানসভা কেন্দ্রে ভাষণ দেবেন স্থানীয় বিধায়করা। অঞ্চলে অঞ্চলে তাঁদের ভাষণ দিয়েই শুরু হবে একুশে জুলাই উদযাপন অনুষ্ঠান।
এরপর দুপুর দুটোয় ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জায়েন্ট স্ক্রিনে দলনেত্রীর ভাষণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। এছাড়া ফেসবুক, ইউটিউব এবং দলের সব কটি অফিসিয়াল ফেসবুক পেজে এই ভাষণ শোনা যাবে।
Be the first to comment