আমাদের সরকার ক্ষমতায় থাকলে সারাজীবন রেশন ফ্রি-তে পাবেন। ২১-শের ভার্চুয়াল সভা থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেন, আগামী বছরের জুন মাস পর্যন্ত ফ্রি-তে রেশন দেওয়া হবে। এবার ফের এই ঘোষণা করলেন মমতা।
এদিন মমতা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। তার পর আগামী ২১ মে পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আমরা আগামী বছর ফিরে এলে সারা জীবন ফ্রিতে পশ্চিমবঙ্গবাসী রেশন পাবেন। রেশন ও স্বাস্থ্য বিনামূল্যে পাবে রাজ্যবাসী।‘
তিনি আরও বলেন, আমি অন্য জায়গা থেকে উপার্জন করব। আর সেই আয় ভাগ করে দেব গরিব মানুষের মধ্যে। এটাই পশ্চিমবঙ্গ সরকারের নীতি-আদর্শ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার আরও খরচ করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। মমতা এদিন জানান, ক্ষমতায় ফিরলে আজীবন বিনামূল্যে রেশন পাবেন পশ্চিমবঙ্গবাসী।
এদিন মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘দেশজুড়ে তাণ্ডব চলছে। বহু কর্মী বিজেপির হাতে মারা গেছে। তাঁদের আজকে স্মরণ করছি।’
Be the first to comment