ভুল করে বিজেপিতে গেলে ফিরুন তৃণমূলেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

২০২১-এর আগে ঘর গোছানোয় ব্যস্ত তৃণমূল। রাগ, অভিমানে তৃণমূল ছেড়ে অন্য দলে নাম লেখানোর কর্মীদের ফের দলে ফেরার বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একুশের মঞ্চ থেকেই এক সময়ে দলে কাজ করে যাওয়া কর্মীদের ফের ফিরে আসতে আহ্বান জানালেন তৃণমূলনেত্রী।

করোনা পরিস্থিতির জেরে এবার তৃণমূলের একুশে জুলাইয়ের সভা হয়েছে ভার্চুয়াল। সেই সভাতেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে নানা ইস্যুতে বক্তব্য রাখার পাশাপাশি তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়া কর্মীদেরও ফিরে আসার বার্তা দিলেন দলনেত্রী।

এদিন ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ যদি সিপিএম, কংগ্রেস বা বিজেপিতে গিয়ে ভুল করে থাকেন তবে এখনই ফিরে আসুন তৃণমূলে। এই দলেই আইনের শাসন ও বিচার আছে।’

বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘একুশের ভোটে বদলা নিতে হবে।’ আগামী বছরের বিধানসভা ভোটে আরও একবার রাজ্যে সরকার গড়ার দায়িত্ব রাজ্যবাসী তৃণমূলের কাঁধেই তুলে দেবেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের বিরুদ্ধে লাগাতার বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ দলনেত্রীর।

গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মমতা আরও বলেন, ‘বিজেপির জামানত জব্দ হবে। বিজেপিকে সমর্থন করলে ঠকবেন। জীবনও যাবে জীবিকাও যাবে।’ একইসঙ্গে নাম না করে মোদী-শাহকে বিঁধে তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘যাঁরা এজেন্সি দিয়ে দেশ চালান, তাঁরা দেশের নেতা নন। তৃণমূলের উপর ভরসা রাখুন৷ ২০২১ সালে ফের তৃণমূলই সরকার গড়বে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*