দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। সাংবাদমাধ্যমকেও ছাড়া হচ্ছে না। গাজিয়াবাদে সাংবাদিক খুনের ঘটনায় এমনই টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, সোমবার রাতে গাজিয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বুধবার সকালে চিকিৎসা চলাকালীন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপরই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নির্ভীক সাংবাদিক বিক্রম জোশি আজ প্রয়াত হয়েছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR দায়ের করায় উত্তরপ্রদেশে তাঁকে গুলি করা হয়। দেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। কণ্ঠরোধ করা হচ্ছে। সংবাদমাধ্যমকেও ছাড়া হচ্ছে না। ভয়াবহ !
এদিকে সোমবার রাতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। আর আজ কারও নাম না করে দেশে ভয়ের পরিবেশ তৈরি কর হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় সাংবাদিকের।
যদিও তাঁর উপর হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR করাতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। ন’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Be the first to comment